Bangladesh Korea Technical Training Centre - TTC (Mirpur)

Bangladesh Korea Technical Training Centre - TTC (Mirpur)

Certificate Course in Computer Training - 6 Months    

Application/Registration Start: 01-03-2020
Last date of Registration: 31-03-2020
Course Start Date: 04-04-2020
Admission Fee: 1271
Course Start Date: 04-04-2020
Course Duration: ৬ মাস
Class Schedule: সকাল ৭.৩০ - দুপুর ১.৩০
No. of Classes / Sessions: 200
Admission Fee: 1271 Taka
Total Hour: 1200
Available Seat: 60
Location / Area: Mirpur
Who Can Join
  • এস এস সি/ সমমান পরীক্ষায় যেকোন গ্রুপ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। ছাত্র-ছাত্রীর বয়স অনূর্ধ্ব ২০ বছর হতে হবে।
Admission Instruction
  • এসএসসি / সমমান পরীক্ষার নাম্বারপত্রের মূলকপি ও ফটোকপি। সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি। জন্মনিবন্ধন/ ভোটার আইডি কার্ডের ২ টি ফটোকপি। মনোগ্রাম যুক্ত গেঞ্জির জন্য ৭০ টাকা ভর্তির সময় দিতে হবে।
Additional
  • অতিরিক্ত ফি দিতে হবে না।
  • Certificate / Materials
    • কোর্স শেষে সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়া হবে।

    Others Benefits & Facilities:

    • সহজ ও সাবলিল পদ্ধতি।
    • শিক্ষণীয় বিষয়ে আলাদাভাবে তাত্ত্বিক পাঠদান।
    • প্রায়োগিক সফটওয়্যার ও হার্ডওয়্যার এর ব্যাবহারিক শিক্ষা।
    • স্বনামধন্য প্রতিষ্ঠান এ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর সুযোগ।
    • আন্তর্জাতিক মান সমপন্ন কোর্স প্রধান।
    • মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা।
    • প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে যেটা বাংলাদেশের সকল যায়গায় গ্রহণযোগ্য হবে।

    Course Content

    • • কন্টেন্ট বা অবজেক্ট তৈরি এবং এর ফরম্যাট পদ্ধতি।
    • • ডকুমেন্ট তৈরি এবং এর ব্যবহার পদ্ধতি।
    • • ফ্রন্ট, সেকশন, টেক্সট এর ফরম্যাট এবং প্যারাগ্রাফ ম্যানেজমেন্ট।
    • • টেবিল, লিস্ট তৈরি এবং রেফারেন্স যুক্ত করার পদ্ধতি।
    • • ডকুমেন্ট তৈরি এবং ব্যবহার উপযোগী করার পদ্ধতি।
    • মাইক্রোসফট ওয়ার্ডঃ
    • • টাইপিং এর বেসিক কনসেপ্ট।
    • • যেকোন ধরনের টাইপিং এর কাজ।
    • • লেখার বিভিন্ন রকম ডিজাইন করা।
    • • পেজ লেআউট বা সেটাপ করা।
    • মাইক্রোসফট এক্সেলঃ
    • • স্প্রেড শীট ডিজাইন করা।
    • • রিপোর্ট শীট তৈরি করা।
    • • লজিক কোড অ্যানালাইসিস।
    • • অ্যানালাইজার পেজ ডিজাইনিং করা।
    • • চার্ট বা গ্রাফ ডিজাইন করা।
    • • মাইক্রোসফট এক্সেল স্প্রেড শীট বিশ্লেষণ।
    • মাইক্রোসফট পাওয়ার পয়েন্টঃ
    • • স্লাইড শো তৈরি করা।
    • • টেমপ্লেট ডিজাইনিং করা।
    • • প্রেজেন্টেসন তৈরি করা।
    • • ভিবিন্ন প্রকার কার্ড তৈরি করা।
    • • এক্সেল টু পাওয়ার পয়েন্ট।
    • • কন্টেন্ট বা অবজেক্ট তৈরি এবং এর ফরম্যাট পদ্ধতি।
    • • ডকুমেন্ট তৈরি এবং এর ব্যবহার পদ্ধতি।
    • • ফ্রন্ট, সেকশন, টেক্সট এর ফরম্যাট এবং প্যারাগ্রাফ ম্যানেজমেন্ট।
    • • টেবিল, লিস্ট তৈরি এবং রেফারেন্স যুক্ত করার পদ্ধতি।
    • • ডকুমেন্ট তৈরি এবং ব্যবহার উপযোগী করার পদ্ধতি।
    • মাইক্রোসফট ওয়ার্ডঃ
    • • টাইপিং এর বেসিক কনসেপ্ট।
    • • যেকোন ধরনের টাইপিং এর কাজ।
    • • লেখার বিভিন্ন রকম ডিজাইন করা।
    • • পেজ লেআউট বা সেটাপ করা।
    • মাইক্রোসফট এক্সেলঃ
    • • স্প্রেড শীট ডিজাইন করা।
    • • রিপোর্ট শীট তৈরি করা।
    • • লজিক কোড অ্যানালাইসিস।
    • • অ্যানালাইজার পেজ ডিজাইনিং করা।
    • • চার্ট বা গ্রাফ ডিজাইন করা।
    • • মাইক্রোসফট এক্সেল স্প্রেড শীট বিশ্লেষণ।
    • মাইক্রোসফট পাওয়ার পয়েন্টঃ
    • • স্লাইড শো তৈরি করা।
    • • টেমপ্লেট ডিজাইনিং করা।
    • • প্রেজেন্টেসন তৈরি করা।
    • • ভিবিন্ন প্রকার কার্ড তৈরি করা।
    • • এক্সেল টু পাওয়ার পয়েন্ট।
    Who Can Join
    • এস এস সি/ সমমান পরীক্ষায় যেকোন গ্রুপ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
    • ছাত্র-ছাত্রীর বয়স অনূর্ধ্ব ২০ বছর হতে হবে।
    Certificate / Materials
    • কোর্স শেষে সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়া হবে।

    Others Benefits & Facilities:

    • সহজ ও সাবলিল পদ্ধতি।
    • শিক্ষণীয় বিষয়ে আলাদাভাবে তাত্ত্বিক পাঠদান।
    • প্রায়োগিক সফটওয়্যার ও হার্ডওয়্যার এর ব্যাবহারিক শিক্ষা।
    • স্বনামধন্য প্রতিষ্ঠান এ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর সুযোগ।
    • আন্তর্জাতিক মান সমপন্ন কোর্স প্রধান।
    • মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা।
    • প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে যেটা বাংলাদেশের সকল যায়গায় গ্রহণযোগ্য হবে।

    Course Fee: N/A

    • Institute Type
    • Private
    • Authorization
    • BTEB Approved
    • Total Students
    • 3500
    • Total Course
    • 144
    • Total Teachers
    • 30
    • Established Year
    • 1942
    • Corporate Client
    • 1
    • Department
    • 9
    • Darussalam , Mirpur 1216 , Dhaka , Bangladesh
    • 01552398373
    • principalbkttc67@yah oo.com
    Why This Course?
    • তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। আধুনিক এই যোগাযোগ ব্যবস্থায় আমাদের জীবন যাপনের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট। এই পরিবর্তনশীল সময়ের সাথে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে এল কম্পিউটার প্রযুক্তি। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্বনির্ভরশীল ব্যক্তি হিসাবে গুড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি পড়ার বিকল্প কিছু হতে পারে না।
    AmarAdmission Support

    Need Help?

    +8801611202050