Digital IT Bangla - National Youth Development Training Academy - Jatrabari

Digital IT Bangla - National Youth Development Training Academy - Jatrabari

Reporting & Editing Training Course - 3 Months     (Batch - ১৭)

Application/Registration Start: 15-02-2020
Last date of Registration: 12-03-2020
Course Start Date: 14-03-2020
Admission Fee: 3000
VAT Fee: N/A
Total Cost: 3000
Course Start Date: 14-03-2020
Course Duration: ৩ মাস
Class Schedule: সুবিধা মত ক্লাসের সময় নিতে পারবেন।
No. of Classes / Sessions: 35
Admission Fee: 3000 Taka
Total Hour: 70
Available Seat: 30
Batch No: ১৭
Location / Area: South Jatrabari
Who Can Join
  • এই প্রশিক্ষনে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ অংশগ্রহন করতে পারবেন।
Admission Instruction
  • এই প্রশিক্ষনের কোর্সগুলোতে যে কেউ আবেদন করতে পারবেন। লিফলেটটি সঙ্গে নিয়ে যেতে হবে। অফিস খোলা সকাল ৮টা হইতে রাত ৯টা পর্যন্ত। প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে শুক্রবার অফিস খোলা আছে। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
Additional
  • অতিরিক্ত ফি দিতে হবে না।
  • Certificate / Materials
    • প্রশিক্ষণ শেষে কৃত-কার্য সকল ছাত্র-ছাত্রীদেরকে সনদ প্রদান করা হয়।

    Others Benefits & Facilities:

    • শিক্ষণীয় বিষয়ে আলাদাভাবে তাত্ত্বিক পাঠদান।
    • প্রায়োগিক সফটওয়্যার ও হার্ডওয়্যার এর ব্যাবহারিক শিক্ষা।
    • স্বনামধন্য প্রতিষ্ঠান এ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর সুযোগ।
    • টিভি প্রোগ্রামে অংশগ্রহণ এর সুযোগ।
    • আন্তর্জাতিক মান সমপন্ন কোর্স প্রধান।
    • মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা।
    • প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে যেটা বাংলাদেশের সকল যায়গায় গ্রহণযোগ্য হবে।
    • দুরবর্তী ছাত্রদের জন্যে হোস্টেলের ব্যবস্থা আছে।

    Course Content

    • সংবাদ, সংবাদের সূত্র, উৎস ও তথ্য সংগ্রহের কলা-কৌশল।
    • সংবাদ ও ফিচার লেখা, সংবাদ ও ফিচার সম্পাদনা।
    • সাংবাদিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহারসহ অনেক বিষয়।
    • তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি থাকবে প্রচুর ব্যবহারিক ক্লাস।
    • সংবাদ লিখন, সংবাদ সংশ্লিষ্ট পরিভাষা, সাক্ষাৎকার, অনুসন্ধানী রিপোর্টিং এর সকল বিষয় হাতে-কলমে শেখানো হবে।
    • ইলেক্ট্রনিক মিডিয়া পরিচিতি, সংবাদ।
    • টিভি সংবাদ লিখন, সংবাদ সংশ্লিষ্ট পরিভাষা, সাক্ষাৎকার।
    • ভয়েস ওভার ও পিটিসি প্রদান, ক্যামেরা পরিচিতি।
    • প্যাকেজ রিপোর্ট তৈরি, এডিটিং প্রভৃতিসহ সম্পাদনা এর সকল বিষয় হাতে-কলমে শেখানো হবে।
    • সংবাদ, সংবাদের সূত্র, উৎস ও তথ্য সংগ্রহের কলা-কৌশল।
    • সংবাদ ও ফিচার লেখা, সংবাদ ও ফিচার সম্পাদনা।
    • সাংবাদিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহারসহ অনেক বিষয়।
    • তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি থাকবে প্রচুর ব্যবহারিক ক্লাস।
    • সংবাদ লিখন, সংবাদ সংশ্লিষ্ট পরিভাষা, সাক্ষাৎকার, অনুসন্ধানী রিপোর্টিং এর সকল বিষয় হাতে-কলমে শেখানো হবে।
    • ইলেক্ট্রনিক মিডিয়া পরিচিতি, সংবাদ।
    • টিভি সংবাদ লিখন, সংবাদ সংশ্লিষ্ট পরিভাষা, সাক্ষাৎকার।
    • ভয়েস ওভার ও পিটিসি প্রদান, ক্যামেরা পরিচিতি।
    • প্যাকেজ রিপোর্ট তৈরি, এডিটিং প্রভৃতিসহ সম্পাদনা এর সকল বিষয় হাতে-কলমে শেখানো হবে।
    Who Can Join
    • এই প্রশিক্ষনে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ অংশগ্রহন করতে পারবেন।
    Certificate / Materials
    • প্রশিক্ষণ শেষে কৃত-কার্য সকল ছাত্র-ছাত্রীদেরকে সনদ প্রদান করা হয়।

    Others Benefits & Facilities:

    • শিক্ষণীয় বিষয়ে আলাদাভাবে তাত্ত্বিক পাঠদান।
    • প্রায়োগিক সফটওয়্যার ও হার্ডওয়্যার এর ব্যাবহারিক শিক্ষা।
    • স্বনামধন্য প্রতিষ্ঠান এ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর সুযোগ।
    • টিভি প্রোগ্রামে অংশগ্রহণ এর সুযোগ।
    • আন্তর্জাতিক মান সমপন্ন কোর্স প্রধান।
    • মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা।
    • প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে যেটা বাংলাদেশের সকল যায়গায় গ্রহণযোগ্য হবে।
    • দুরবর্তী ছাত্রদের জন্যে হোস্টেলের ব্যবস্থা আছে।

    Course Fee: ৳ 3000 (+N/A% VAT)

    Old Fee:৳ 4000

    • Institute Type
    • Private
    • Authorization
    • BTEB Approved
    • Total Students
    • 300
    • Total Course
    • 44
    • Total Teachers
    • 10
    • Established Year
    • 2000
    • Corporate Client
    • 1
    • Department
    • 4
    • 123/1/2 South Jatrabari, (Kazi tower 4th & 5th Floor) Dhaka
    • 8801716372431
    • digitalitbangla@gmai l.com
    Why This Course?
    • চ্যালেঞ্জিং আকর্ষনীয় পেশা হচ্ছে টিভি এবং নিউজ রিপোরটিং। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল ছাড়াও অনালাইন টিভি চ্যানেল চালু হওয়ার কারণে এদের দরকার বিপুল সংখ্যক রিপোর্টার। টিভি ও রেডিওতে সাংবাদিকতায় যারা আগ্রহী তাদের জন্য ডিজিটাল আইটি বাংলা - জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষন একাডেমী পরিচালিত ‘টিভি ও রেডিওতে সাংবাদিকতা’ বা TV News Reporting & Editing কোর্সটি চালু করা হয়েছে।
    AmarAdmission Support

    Need Help?

    +8801611202050